ঢাকা | বঙ্গাব্দ

মাছ ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন বিএনপিকর্মী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

নাটোরের সিংড়ায় মাছ ব্যবসায়ীকে মারধর করে প্রায় ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার পর সেনাবাহিনী তাঁদের গ্রেপ্তার করে সিংড়া থানায় হস্তান্তর করে। আজ বুধবার তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি গ্রামের মৃত পরশ উল্লার ছেলে আবদুর করিম (৪৮), তাঁর দুই সহযোগী আলমগীর হোসেন (৩৮) ও রুবেল হোসেন (৩৬)। তাঁরা স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

সিংড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ মার্চ সিংড়া উপজেলার কলম বাজারে হিজলী গ্রামের মাছ ব্যবসায়ী নাইচ হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে তাঁর কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত মাছ ব্যবসায়ীর ছেলে মিঠু আলী বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেন। পরে সেনাবাহিনী মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

সিংড়া থানার পুলিশ আজ দুপুরে তাঁদের সিংড়া আমলি আদালতে হাজির করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক দাবি করেছেন যে, গ্রেপ্তার ব্যক্তিদের বিএনপির কোনো পদপদবি নেই এবং তাঁরা বিএনপির নাম ভাঙিয়ে চলছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ শোনা যায়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাঁরা এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তাঁদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মারামারির একাধিক মামলা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স