সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (৩ মে) রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত বগুড়া শহরের বড়গোলা টিনপট্টি এবং শাকপালা এলাকায় অভিযান চালিয়ে তাহের আলী রঞ্জু এবং বাইজিদ আলী নামের দুইজনকে আটক করে সেনাবাহিনী।
এ সময় তাদের কাছে থাকা এক পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়, যিনি সেনাসদস্য হতে চান এবং প্রতারণার শিকার হয়েছিলেন।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, রোববার বগুড়া সেনানিবাসে সৈনিক পদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই পরীক্ষাকে ঘিরে একটি প্রতারক চক্র প্রার্থীদের সাথে প্রতারণা করছে বলে স্থানীয় সেনাক্যাম্পে অভিযোগ পৌঁছায়।
এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ১০টার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে সেনা সদস্যরা। একপর্যায়ে শহরের বড়গোলা টিনপট্টি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্য বাইজিদ আলী এবং সৈনিক পদের পরীক্ষার্থী সাকিব আলীকে আটক করা হয়।
অভিযানে সেখান থেকে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে জব্দ করা শিক্ষা সনদের মূল কপি, ফাঁকা চেক ও ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়। পরে বাইজিদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী শহরের শাকপালা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা তাহের আলী রঞ্জুকে আটক করা হয়।
পুলিশ জানায়, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে এই চক্রটি প্রার্থীদের কাছ থেকে তাদের শিক্ষা সনদের মূল কপি এবং ফাঁকা চেক সংগ্রহ করত। সেনাবাহিনীর সঙ্গে এই চক্রের কোনো সম্পর্ক না থাকলেও তারা বিভিন্ন ভুয়া ছবি দেখিয়ে প্রার্থীদের বিভ্রান্ত করতে সক্ষম হয়।
এভাবে তারা পরীক্ষা শুরুর আগে বেশ কয়েকজনের কাছ থেকে ফাঁকা চেক এবং মূল সনদপত্র আটকে রাখে। যাদের মধ্যে যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে যায়, তাদের কাছ থেকে ১০ লাখ টাকা চাকরি পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নেয়। অভিযানের পর সেনা সদস্যরা প্রতারক চক্রের দুই সদস্যকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
Abdur Rabby
