ঢাকা | বঙ্গাব্দ

ইয়েমেন-লেবানন-সিরিয়া-গাজায় একই দিনে হামলা ইসরায়েলের

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলের ওপর ইয়েমেনি হামলার জবাবে গাজা-সহ চার ফ্রন্টে ইসরাইলের পাল্টা আক্রমণ, নিহত ৫৪

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী, যা হুতি বিদ্রোহীদের বলে ধারণা করা হচ্ছে। এ হামলার পরপরই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর প্রতিক্রিয়ায় সোমবার (৬ মে) একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজায় ব্যাপক হামলা চালায় ইসরাইল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় এসব হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের মন্ত্রিসভা গাজা দখলের পক্ষে মত দেয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু আক্রমণ আরও জোরদার করেন। তিনি ঘোষণা দেন, নতুন করে স্থল অভিযান চালিয়ে গাজার অন্তত ২০ লাখ মানুষকে সরিয়ে দেয়া হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক নিউ লাইন্স ইনস্টিটিউটের পরিচালক ক্যারোলাইন রোজ আল জাজিরাকে বলেন, “গাজা থেকে ইয়েমেন, লেবানন থেকে সিরিয়া—এতগুলো ফ্রন্টে একযোগে যুদ্ধ চালিয়ে ইসরায়েলি সেনারা শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়বে। এতে তাদের নৈতিক শক্তিরও অবক্ষয় হবে।”

তিনি আরও বলেন, “নেতানিয়াহু ইতোমধ্যে গাজা উপত্যকায় তার আক্রমণ দ্বিগুণ করার পরিকল্পনা করছেন। এ পরিস্থিতি ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) সামগ্রিক কার্যক্ষমতার ওপর গুরুতর প্রভাব ফেলবে।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স