তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার পাকিস্তান ও চীনের সঙ্গে ‘পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততা’ আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (১২ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক এবং চীনের বিশেষ দূত ইউ জিয়াওইং কাবুলে আফগান অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজুদ্দিন হক্কানির সঙ্গে বৈঠক করেছেন। ২০১৭ সালে প্রতিষ্ঠিত ত্রিপক্ষীয় ফোরামের পূর্ববর্তী বৈঠকগুলো বেইজিং ও কাবুলে অনুষ্ঠিত হয়েছিল।
আফগান অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "আফগান অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি আঞ্চলিক সম্পর্ক শক্তিশালীকরণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী, পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সমঝোতা অর্জন সম্ভব।"
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক জানান, "ইসলামাবাদে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চম সংলাপের ফলো-আপ, ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালীকরণই এই বৈঠকের লক্ষ্য ছিল।"
চীন ও পাকিস্তানের বিশেষ দূতরা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়। আফগান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে অটুট সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরে, পাকিস্তান ও চীনের বিশেষ দূতরা আফগান বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজির সঙ্গে বৈঠক করেন, যেখানে সিপিইসি সম্প্রসারণসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
আফগান বাণিজ্যমন্ত্রী বলেন, "প্রতিনিধিদলগুলো সুপ্রতিবেশী সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততাকে দৃঢ় সম্পর্কের ভিত্তি হিসেবে গুরুত্ব দিয়েছে।"