ঢাকা | বঙ্গাব্দ

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

  • নিউজ প্রকাশের তারিখ : May 18, 2025 ইং
ছবির ক্যাপশন:

নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে বিলম্বের প্রতিবাদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা ও বিএনপির অঙ্গসংগঠন টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ আন্দোলনের অংশ হিসেবে তারা সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে নগর ভবন ও তার আশপাশের এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার দুপুরে নগর ভবনে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি জানান, “সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবনের কার্যক্রম বন্ধ রাখতে আমরা সেখানে অবস্থান করব। এই সময়ের মধ্যে নগর ভবনে ব্লকেড চলবে।”

রোববার সকাল ৯টা থেকেই ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নেয় তার সমর্থকরা। দুপুর ১২টার দিকে তারা নগর ভবনের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে, যা গুলিস্তান, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

আন্দোলনকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’— এমন নানা স্লোগানে মুখর করে তোলেন নগর ভবনের চারপাশ। আন্দোলনের কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

আন্দোলনকারীদের অভিযোগ, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার বাধার কারণেই এখনও শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন। তারা বলছেন, মেয়র ঘোষণার রায় কার্যকর না করে বর্তমান সরকার আদালত অবমাননা করছে।

উল্লেখযোগ্য যে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশের পরামর্শ চায় এবং ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়। তবে এখনো তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি, যা নিয়েই এই আন্দোলন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স