বিমানবন্দরে গ্রেফতার নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন ফারুকী
থাইল্যান্ডে যাওয়ার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৯ মে) ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, “আমি সাধারণত আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো বিষয়ে কথা বলি না। তবে আমি এই ইন্ডাস্ট্রির মানুষ, দুইদিন পর এখানেই ফিরবো।”
তিনি বলেন, “নুসরাত ফারিয়ার গ্রেফতার আমাদের জন্য বিব্রতকর একটি ঘটনা। সরকারের দায়িত্ব প্রকৃত অপরাধীদের বিচার করা, ঢালাও মামলায় সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা উচিত নয়। এই নীতিই এতদিন অনুসরণ করা হচ্ছিল।”
ফারুকী আরও উল্লেখ করেন, “ফারিয়ার বিরুদ্ধে মামলা বহুদিন ধরেই ছিল। কিন্তু সরকারিভাবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়নি। হঠাৎ বিমানবন্দরে গিয়ে এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমনই একটি ঘটনা ঘটেছিল। হয়তো সাম্প্রতিক কিছু রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই ‘ওভার নার্ভাসনেস’ থেকেই এমন সিদ্ধান্ত হয়েছে। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “আমি বিশ্বাস করি ফারিয়া ন্যায়বিচার পাবেন। ভবিষ্যতে এমন সংবেদনশীল মামলাগুলো আরও সতর্কভাবে পরিচালনা করা হবে—এই প্রত্যাশা করি। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচারের দিকে মনোযোগ দেওয়া।”
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ঢালিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী। তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার একাধিক ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
Abdur Rabby
