নির্বাচন যত বেশি পিছিয়ে যাবে, ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, কিছু দল ও ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছেন কারণ তারা মনে করেন দেরিতে নির্বাচন হলে নিজেদের দলকে শক্তিশালী করার সুযোগ পাবে।
রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, সংস্কার বাস্তবায়নের পক্ষে কোনো দল বিরোধিতা করেনি। তাই বিএনপির মতো বড় দলকে অকারণে ভিলেন বানানো ঠিক নয়। বর্তমানে তাদের মতো সাংগঠনিক সক্ষমতা আর কোনো দলের নেই। নির্বাচন হলে তারা সরকার গঠন করবে। কিন্তু সামাজিক মাধ্যমে বিএনপিসহ তাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, কোনো দল পদত্যাগের দাবি জানায়নি। বিএনপি এবং অন্যান্য দলগুলো বলছে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এছাড়া ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়সীমাকে নির্বাচনের জন্য অস্পষ্ট রোডম্যাপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে দ্রুত কোন মাসে নির্বাচন হবে তা স্পষ্টভাবে ঘোষণা করতে হবে।
Abdur Rabby
