ঢাকা | বঙ্গাব্দ

২০টি রাশিয়ান সামরিক কারখানায় সহায়তা করছে চীন: ইউক্রেনের গোয়েন্দা প্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলেহ ইভাশচেঙ্কো জানিয়েছেন, চীন রাশিয়ার সামরিক কারখানাগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহ করছে। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, এই অভিযোগ ভিত্তিহীন। মঙ্গলবার (২৭ মে) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ওলেহ ইভাশচেঙ্কো বলেন, ‘আমাদের কাছে প্রমাণিত তথ্য আছে যে, চীন রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের জন্য বিশেষ ধরনের যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, বারুদ ও যন্ত্রাংশ সরবরাহ করছে। আমরা ২০টি রাশিয়ান কারখানার বিষয়ে নিশ্চিত তথ্য পেয়েছি।’

তিনি আরও জানান, ২০২৪-২৫ সালে রাশিয়া ও চীনের মধ্যে এভিয়েশন খাতে পাঁচটি যৌথ প্রকল্পের আওতায় যন্ত্রাংশ, সরঞ্জাম ও কারিগরি তথ্যের আদান-প্রদান হয়েছে। এছাড়াও ছয়বার রাশিয়ায় বড় পরিমাণে রাসায়নিক পদার্থ পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করেছে। যদিও চীন আনুষ্ঠানিকভাবে ‘রাশিয়া-ইউক্রেন’ যুদ্ধে নিরপেক্ষ থাকার দাবি করে আসছে, ইউক্রেনের গোয়েন্দা প্রতিবেদনে চীনের সরবরাহ করা সামরিক ও সহায়ক পণ্যের তথ্য উঠে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স