সৌদি আরবে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে— এমন খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে দেশটির একটি উচ্চপর্যায়ের সরকারি সূত্র। সোমবার (২৬ মে) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি ওয়াইনবিষয়ক ব্লগে দাবি করা হয়, সৌদি আরবে মদের লাইসেন্স দেওয়া শুরু হচ্ছে। এরপরই কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সেই তথ্যকে সত্য ধরে প্রচার করতে থাকে। বলা হয়, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পর্যটকদের জন্য নির্ধারিত এলাকাগুলোতে মদ বিক্রির অনুমতি দেওয়া হবে। তবে এসব প্রতিবেদনে নির্ভরযোগ্য কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, সৌদি সরকারি কর্মকর্তার বরাতে আরব নিউজ জানায়, সরকারিভাবে মদ বিক্রির অনুমতি সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি এবং এটি দেশের বর্তমান নীতি ও বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণও নয়।
উল্লেখ্য, অতীতে সৌদি আরব তার কঠোর ধর্মীয় নীতিমালার কিছু অংশ শিথিল করে বিভিন্ন সংস্কার কর্মসূচি হাতে নেয়— যার অংশ হিসেবে অর্থনীতির বৈচিত্র্য আনতে ও তেলের ওপর নির্ভরতা কমাতে পর্যটন ও বিনিয়োগে জোর দেওয়া হয়।
তবে এখনো মদ বিক্রি ও সেবন দেশটিতে নিষিদ্ধ। যদিও ২০২৩ সালে রিয়াদে একটি সীমিত অ্যালকোহল স্টোর চালু করা হয়, যা শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য নির্ধারিত। তার আগেও, অ্যালকোহল শুধুমাত্র কূটনৈতিক পথে বা অবৈধভাবে কালোবাজারে পাওয়া যেত।