ঢাকা | বঙ্গাব্দ

গাজার ৯৫% এর বেশি কৃষিজমি এখন অকার্যকর: জাতিসংঘ

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলের সামরিক অভিযান ও দীর্ঘমেয়াদি অবরোধের কারণে গাজা উপত্যকার ৯৫ শতাংশেরও বেশি কৃষিজমি বর্তমানে চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র, যা ইতোমধ্যেই দুর্ভিক্ষের মুখে থাকা গাজাবাসীদের খাদ্য নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) মতে, গাজার নিজস্ব খাদ্য উৎপাদন ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে। ফলে প্রায় ২২ লাখ গাজাবাসী তীব্র খাদ্যসংকটে ভুগছেন।

সংস্থাটির বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আল-হাবাশ বলেন, “গাজার মাটি এখন যুদ্ধের অস্ত্র ও বোমার কারণে মারাত্মকভাবে দূষিত। শুধু এখনকার নয়, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তাও এই ধ্বংসযজ্ঞে বিলীন হয়েছে।”

তিনি আরও জানান, যদি এখনই যুদ্ধ বন্ধ হয়, তবুও গাজার কৃষিজমিকে পুনরুদ্ধার করতে অন্তত ১০ থেকে ১৫ বছর সময় লাগবে। কিন্তু চলমান যুদ্ধ এবং অবরোধের প্রেক্ষাপটে এটি বাস্তবায়ন প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স