ঢাকা | বঙ্গাব্দ

বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার ঈদুল আজহার তারিখ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

ইন্দোনেশিয়া জানিয়েছে, আগামীকাল বুধবার (২৮ মে) জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে এবং ঈদুল আজহা পালিত হবে ৬ জুন, যা শুক্রবারে পড়ছে।

অন্যদিকে, সৌদি আরবও জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে এবং খুব শীঘ্রই ঈদের তারিখ ঘোষণা করবে।

বাংলাদেশ সরকার ঈদুল আজহার সুবাদে ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে, যা ৫ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে।

ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দুই ধর্মীয় উৎসবের মধ্যে একটি, যা ‘ত্যাগের উৎসব’ হিসেবেও পরিচিত। এ দিনে আল্লাহর আদেশে নবী হজরত ইব্রাহিম (আ.) তার পুত্র হজরত ইসমাইল (আ.)-কে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় তাঁর পুত্র বেঁচে যান। এ ঘটনাকে স্মরণ করে মুসলমানরা ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স