ঢাকা | বঙ্গাব্দ

‘প্রধান উপদেষ্টার জাপান সফরে জনশক্তি রফতানিসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি গুরত্ব পাবে’

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরকে কেন্দ্র করে বাংলাদেশের দক্ষ জনশক্তি জাপানে পাঠানো ও দেশীয় বিনিয়োগ বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ তথ্য সংবাদ সম্মেলনে জানান।

此次 সফরে ড. ইউনূস জাপানের প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যা জাপান ও বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এছাড়াও, জাপানের জাইকা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর একটি সেমিনারেও অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আহতদের চিকিৎসা বিষয়ে প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, আহতদের মানসিক সহায়তা প্রদানে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স