ঢাকা | বঙ্গাব্দ

চাকরি ফেরত পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

দেশের সর্বোচ্চ আদালত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা ও কর্মচারীকে পুনর্বহালে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

২০০৩ ও ২০০৪ সালে বিভিন্ন স্মারকের মাধ্যমে এসব কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। পরে সাবেক সংসদ সদস্য ও অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ২০০৪ সালে তাদের নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন।

যদিও ওই রিটটি ২০০৬ সালে খারিজ হয়ে যায়, তবুও ২০১০ সালে গাজীপুর-১ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক রিভিউ আবেদন করেন। এর প্রেক্ষিতে ২০১১ সালে আদালত এসব কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বাতিলের রায় দেন।

এরপর ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের পক্ষ নিয়ে অবস্থান নেন।

সর্বশেষ, আপিল বিভাগ মামলাটি শুনানি শেষে চাকরিচ্যুতদের পুনর্বহাল করার নির্দেশ দেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স