ঢাকা | বঙ্গাব্দ

মিয়ানমার থেকে রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে ‘অনতিবিলম্বে’ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

তবে রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে কেন ফেরত আনা হচ্ছে, সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

মনোয়ার হোসেন ২০২৩ সালের আগস্ট মাসে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সেখানে নেইপিডোতে কর্মরত সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন। ২০তম বিসিএসের ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছিলেন মনোয়ার হোসেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স