ঢাকা | বঙ্গাব্দ

অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না: সারজিস আলম

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

অভ্যুত্থানের পর গঠিত নতুন বাংলাদেশে আর কেউ স্বৈরাচারী শক্তি হয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত দলীয় পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, এনসিপি কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং দেশের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এছাড়াও সবাইকে ভালো কাজ করার জন্য প্রতিযোগিতামূলক মনোভাব গ্রহণ করা উচিৎ বলেও তিনি মন্তব্য করেন।

পথসভায় তিনি আরও বলেন, ভোট দেয়ার সময় নির্দিষ্ট কোনো রাজনৈতিক মার্কা নয়, ভালো মানুষকে ভোট দেওয়ার গুরুত্ব রয়েছে।

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী নাসের খানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স