ঢাকা | বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ ডিএমপির

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঈদুল আজহায় নিরাপত্তা নিশ্চিতে ১৮ দফা পরামর্শ ডিএমপির

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরের বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৭ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনা, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা গড়ে তুললে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে আরও বেশি সাফল্য পাওয়া সম্ভব।

নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অনুরোধকৃত ১৮ দফা পরামর্শ হলো:

১. ফিটনেসবিহীন যানবাহনে পশু পরিবহন করবেন না। গন্তব্য ও হাটের নাম গাড়ির সামনে লিখে রাখুন এবং অতিরিক্ত পশু পরিবহন করবেন না।

২. অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সাবধান থাকুন। অপরিচিত কারও দেয়া খাবার গ্রহণ করবেন না। জালনোট শনাক্তে সচেতন থাকুন।

৩. পশুর হাটে চাঁদাবাজির তথ্য থাকলে নিকটস্থ থানায় জানান। অনলাইনে কেনাকাটায় সতর্ক থাকুন।

৪. (মূল তালিকায় ভুলক্রমে বাদ পড়া ৪ নম্বর পয়েন্টটি পুনঃস্থাপন প্রযোজ্য)

৫. বাড়ি ও প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীদের ডিউটি জোরদার করুন। ২৪ ঘণ্টা নজরদারি চালু রাখুন।

৬. বাড়ি ছাড়ার আগে দরজা-জানালা তালাবদ্ধ করুন। দুর্বল অংশ মেরামত করুন।

৭. পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করুন এবং সচল থাকা নিশ্চিত করুন।

৮. মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে বা ব্যাংক লকারে রাখুন।

৯. নির্ভরযোগ্য প্রতিবেশীকে বাড়ির খেয়াল রাখতে অনুরোধ করুন এবং নিয়মিত যোগাযোগ রাখুন।

১০. ভাড়াটিয়ারা মালিককে বাসা ত্যাগের তথ্য জানান।

১১. অচেনা কেউ যেন প্রবেশ না করতে পারে—নিরাপত্তাকর্মীদের সতর্ক করুন। জানালার পাশে থাকা গাছের শাখা কেটে ফেলুন।

১২. বিদ্যুৎ, পানি, গ্যাসের লাইন বন্ধ হয়েছে কিনা নিশ্চিত করুন।

১৩. সন্দেহজনক ব্যক্তি দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানান।

১৪. ভ্রমণ পরিকল্পনা সময় নিয়ে করুন, অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করবেন না।

১৫. রাস্তা পার হতে জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করুন।

১৬. বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। অপরিচিতের খাবার খাবেন না।

১৭. অদক্ষ, ক্লান্ত বা অসুস্থ চালক দিয়ে গাড়ি চালাবেন না। নিয়ম মেনে গাড়ি চালাতে চালকদের নির্দেশ দিন।

১৮. ওভার স্পিড বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকুন। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স সঙ্গে রাখুন।

জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন:

  • ডিএমপি কন্ট্রোল রুম: ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬, ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯

  • জাতীয় জরুরি সেবা: ৯৯৯


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স