জাপান সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ বৈঠকসমূহ
চারদিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান টোকিওর উদ্দেশে উড্ডয়ন করে।
এই সফরে তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এ সফরে বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ জনশক্তি জাপানে পাঠানো, মাতারবাড়ি-মহেশখালী প্রকল্পে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, এবং জাইকার সঙ্গে বৈঠক—এগুলো সফরের গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হতে পারে। এছাড়াও দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে, যদিও সামরিক সহযোগিতা এই আলোচনায় প্রাধান্য পাবে না।
বর্তমানে এয়ারক্রাফট সংকটের কারণে বন্ধ থাকা ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে। এছাড়াও, জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব উপস্থাপন করবেন ড. ইউনূস।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূস এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। গত বছর আগস্টে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে, নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে এবং ডিসেম্বরে মিসরে ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ করেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে, মার্চে চীন সফরে এবং এপ্রিল মাসে থাইল্যান্ড, কাতার ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।