সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ৫ জুন হজ, ৬ জুন ঈদুল আজহা
সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৫ জুন পবিত্র হজ এবং ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি সুপ্রিম কাউন্সিল মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, আর ৯ তারিখে পালিত হয় ‘আরাফার দিন’, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে জমায়েত হন এবং হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে চাঁদ দেখা গেছে। এর ফলে শুরু হলো এ বছরের হজ মৌসুম।
এদিকে, বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে বুধবার (২৮ মে) সন্ধ্যায়। হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য ওইদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদুল আজহা ৭ অথবা ৮ জুন অনুষ্ঠিত হতে পারে।