ঢাকা | বঙ্গাব্দ

এক হজযাত্রী আমেরের জন্য ফ্লাইট ফিরে এলো দুইবার!

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর বহুদিন ধরে আল্লাহর পবিত্র ঘর কাবা তাওয়াফ করার স্বপ্ন লালন করে আসছিলেন। চলতি বছর হজের জন্য নিবন্ধন সম্পন্ন করেন তিনি। সব প্রস্তুতি শেষ করে বিমানবন্দরে পৌঁছানোর পরই বিপাকে পড়েন আমের। মিশর হয়ে সৌদি আরব যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা সংক্রান্ত কারণে তাকে বিমানে ওঠতে দেননি কর্তৃপক্ষ।

এক পর্যায়ে আমেরকে ছাড়াই বিমানটি উড্ডয়ন করে। তবে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর কাবাঘর তাওয়াফ করার ইচ্ছা হারাননি আমের। তিনি বলেন, হজের নিয়ত তাঁর রয়েছে, তাই অবশ্যই মক্কায় যাবেন।

এরপর ঘটে এক আশ্চর্য ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফেরত আসে। চেকআপ শেষে আবারও বিমান উড্ডয়ন প্রস্তুত হয়, কিন্তু এবারও আমেরকে ওঠাতে বাধা দেওয়া হয়। তবু আবারও যান্ত্রিক সমস্যার কারণে বিমান দ্বিতীয়বারও ফিরে আসে।

এই পরিস্থিতিতে পাইলট নিজেই ঘোষণা দেন, আমেরকে বিমানে না নিয়ে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে না। এরপর অবশেষে আমেরকে বিমানে ওঠানো হয় এবং তিনি হজ পালন করতে সৌদি আরব যাত্রা করেন।

সৌদি আরব পৌঁছে হজ পালনের পর আমের একটি ভিডিও বার্তায় বলেন, তার আনন্দের কোনো ভাষা নেই। আল্লাহ তার কুদরতের অসাধারণ নিদর্শন দেখিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স