যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন। মঙ্গলবার (২৭ মে) ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও মিসাইল হামলার পর তিনি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
ট্রাম্প আরও দাবি করেছেন, যদি তিনি এখন রাষ্ট্রপ্রধান না থাকতেন, তাহলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতো, যা পুতিন বুঝতে পারছেন না।
অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন জানিয়েছে, ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, পুতিন যদি আলোচনায় আসেন তাহলে তিনি তার মন পরিবর্তনও করতে পারেন।
গত রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, তিনি মস্কোর ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি করার কথা ভাবছেন। একই সঙ্গে পুতিন চাইলে অন্য সকল বিকল্পও তিনি বিবেচনায় রাখছেন। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করেন এবং বলেন, তিনি শান্তি চুক্তির জন্য আলোচনার সুযোগ চান।
এর দুই দিন আগে ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার ধারাবাহিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রুশ প্রেসিডেন্টের এই কর্মকাণ্ডে তিনি গভীরভাবে হতাশ।