ঢাকা | বঙ্গাব্দ

৩১ বার এভারেস্টে আরোহণ করে নিজেই নিজের রেকর্ড ভাঙলেন নেপালি শেরপা

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

৫৫ বছর বয়সী শেরপা কামি রিতা আবারও নিজের রেকর্ড ভেঙে এভারেস্ট চূড়ায় ৩১তমবার আরোহণ সম্পন্ন করেছেন। মঙ্গলবার ভোর ৪টায় তিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পৌঁছান, এমনটাই জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ। তাঁকে ‘এভারেস্ট ম্যান’ হিসেবে খ্যাত করা হয়।

এক্সপেডিশন আয়োজক সংস্থা সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, ‘কামি রিতার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি শুধু নেপালের নয়, গোটা বিশ্বের কাছে এভারেস্টের প্রতীক।’

কামি রিতা প্রথম এভারেস্ট জয় করেন ১৯৯৪ সালে, একটি বাণিজ্যিক অভিযানের গাইড হিসেবে। এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি শৃঙ্গে আরোহণ করেন। বিশেষ করে ২০২৩ ও ২০২৪ সালে তিনি দুইবার করে এভারেস্ট জয় করেছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপালি শেরপা পাসাং দাওয়া, যিনি ২৯ বার এভারেস্টের শৃঙ্গ স্পর্শ করেছেন। গত সপ্তাহেই তিনি সর্বশেষ এভারেস্ট আরোহণের চেষ্টা করেন।

কামি রিতা বলেন, ‘আমার এই আরোহণ মূলত আমার কাজ। রেকর্ডের জন্য খুশি হলেও রেকর্ড একদিন ভাঙা হবে এটা জানি। আমি সবচেয়ে বেশি খুশি যে আমার আরোহণের মাধ্যমে নেপাল বিশ্বে আরও পরিচিত হচ্ছে।’

এই মাসের শুরুতে তিনি এভারেস্ট অভিযানের সময়ের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন, যার মধ্যে ছিল পূজা অনুষ্ঠান। এ পূজা অনুষ্ঠানটি নিরাপদ ও সফল আরোহণের জন্য তিব্বতী বৌদ্ধদের রীতি অনুসারে করা হয়।

নেপালের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, এই মৌসুমে এভারেস্ট ও অন্যান্য শৃঙ্গের জন্য এক হাজারেরও বেশি আরোহণ পারমিট প্রদান করা হয়েছে।

গত কয়েক বছরে এভারেস্ট আরোহণের সংখ্যা বেড়েছে, তবে এর সঙ্গে ভিড় ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগও বাড়ছে। গত বছর কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করেছে, যেখানে আরোহীদের নিজেদের মলমূত্র সংগ্রহ করে বেস ক্যাম্পে ফিরিয়ে আনতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স