ঢাকা | বঙ্গাব্দ

আজ নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের সমাবেশ, ১৫ লাখ জমায়েতের আশা

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

আজ বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে দলের তিন অঙ্গ সংগঠন — ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি বড় তারুণ্যের সমাবেশ। সমাবেশের শিরোনাম ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ এবং এর প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ-তরুণীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা এবং ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদও সমাবেশে উপস্থিত থাকবেন।

বিএনপির এই তিন অঙ্গ সংগঠন মে মাসজুড়ে তরুণদের কাছে নিজেদের পৃষ্ঠপোষকতা বাড়ানোর লক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে। চারটি বড় বিভাগ এবং কয়েকটি শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশের আয়োজন করেছে তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এই সমাবেশের মাধ্যমে তারা তাদের কর্মসূচি শেষ করার লক্ষ্যে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স