ঢাকা | বঙ্গাব্দ

২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি ইয়ামালের

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

তরুণ স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের সঙ্গে বার্সেলোনা তাদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে। রেকর্ড মূল্যে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছে কাতালান ক্লাবটি।

এর আগে ২০২৬ সালের জুন পর্যন্ত ছিল ইয়ামালের বর্তমান চুক্তি। তবে বারবারই এই তরুণ তারকা জানিয়েছেন, বার্সেলোনাতেই থাকতে চান তিনি এবং এখান থেকেই গড়ে তুলতে চান নিজের কিংবদন্তি ক্যারিয়ার। ক্লাবটিকেও এরই মধ্যে অনেক কিছু দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ মে) বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার উপস্থিতিতে ইয়ামাল নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। এখন পর্যন্ত বার্সার হয়ে ১০৬টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি, যেখানে করেছেন ২৫টি গোল ও করিয়েছেন ৩৪টি অ্যাসিস্ট।

চলতি মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের অন্যতম স্থপতি ছিলেন ইয়ামাল। তার অনন্য ফুটবল দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ক্লাবটি আরও ছয় বছরের জন্য তাকে নিজেদের সঙ্গে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স