ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে ঢাকায় পৌঁছেছেন ফাহমেদুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচকে সামনে রেখে ঢাকায় পা রেখেছেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইতালির রোম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন এই তরুণ ফরোয়ার্ড।

বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে বাফুফের কর্মকর্তারা তাকে সঙ্গে নিয়ে বাইরে আসেন। এসময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেয় বাংলাদেশি ফুটবল সমর্থক গোষ্ঠী ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’। তাদের বিশ্বাস, হামজা ও সমিতদের মতো ফাহমেদুলও দেশের ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করবেন।

এর আগে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে মূল স্কোয়াডে জায়গা না পাওয়ায় সৌদি আরব থেকে ক্যাম্প শেষে ফিরে যান ইতালিতে। তখন বিষয়টি নিয়ে সমালোচনাও হয়।

বর্তমানে ইতালির একটি ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলছেন ফাহমেদুল ইসলাম। এবার জাতীয় দলের হয়ে মাঠে নামার প্রতীক্ষায় রয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে তার।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স