ঢাকা | বঙ্গাব্দ

‘ষড়যন্ত্রমূলকভাবে’ জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়: আজহার

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

নতুন করে স্বাধীনতার স্বাদ এসেছে দেশের জনগণের আন্দোলনের মাধ্যমে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের বিরুদ্ধে জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বেরিয়ে শাহবাগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন অভিযোগ এনে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। শুধুমাত্র জামায়াতে ইসলামী করার কারণেই আমাকে মানবতাবিরোধী অপরাধে জড়ানো হয়েছিল।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় আওয়ামী লীগের পতন ঘটেছে। এ ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত থাকতে হবে।”

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিএসএমএমইউ থেকে মুক্তি পান এটিএম আজহারুল ইসলাম। তাকে স্বাগত জানাতে হাসপাতালের সামনে অবস্থান নেন জামায়াতের নেতাকর্মীরা। সেখান থেকে তিনি সরাসরি শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ২০১৫ সালের জানুয়ারিতে তিনি আপিল করেন। শুনানি শেষে ২০১৯ সালে আপিল বিভাগ সেই রায় বহাল রাখে। তবে ২০২০ সালে রিভিউ আবেদন করেন তিনি। রিভিউ আবেদনের শুনানির পর সর্বোচ্চ আদালত আবারও আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। এই মামলাই প্রথম, যেখানে রিভিউর মাধ্যমে পুনরায় আপিল শুনানির অনুমতি দেয়া হয়।

গতকাল মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ আজহারুল ইসলামকে সকল অভিযোগ থেকে খালাস দেন।

তিনি ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে গ্রেফতার হওয়ার পর থেকেই কারাগারে ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স