ঢাকা | বঙ্গাব্দ

অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৮ মে) সকাল ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রফতানির উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ধরতে কিছুটা সময় লেগেছে। তবে সব ধরনের দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হবে এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

একই অনুষ্ঠানে আম রফতানি কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষকদের উৎপাদনে উৎসাহিত করা প্রয়োজন, কারণ এতে উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের কল্যাণে কাজ করলে ভোক্তাও উপকৃত হবে।

তিনি আরও বলেন, রফতানি বৃদ্ধি করতে হবে এবং আমদানি কমানোর দিকে খেয়াল রাখতে হবে। গতবারের তুলনায় এবারের উৎপাদনও বেশি হয়েছে বলে জানান কৃষি উপদেষ্টা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স