দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কোনো আপস হবে না বলে মন্তব্য করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বুধবার (২৮ মে) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৮তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাকে অভ্যর্থনা জানান।
বিমানবাহিনী প্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পণ হয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনী হিসেবে আরও শক্তিশালী ও সক্ষম হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নতুন অফিসারদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি।
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেছেন, যার মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন মহিলা অফিসার রয়েছেন।
কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ৪ জন ফিলিস্তিনি অফিসার রয়েছেন, যারা নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। তাদের মধ্যে অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ অর্জন করেন।