ঢাকা | বঙ্গাব্দ

সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা করছি: পরিবেশ উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা চলছে। বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে ‘সেভ ক্যানেল, সেভ সিটি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ঢাকার খালগুলো নিয়ে তিনি বলেন, ঢাকার ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে। শুভাঢ্যা খাল এখন আর খাল নয়, এটি প্লাস্টিকের খালে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের খাল ও নদীর অবস্থা দুঃখজনক। সরকার চাইলেও সব খাল দখলমুক্ত করা সহজ নয়, কারণ এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। বর্তমানে ঢাকার চারটি নদী পুনরুদ্ধারে কাজ চলছে—বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী (যা বর্তমানে মৃতপ্রায়), এবং শীতলক্ষ্যা নদী। বিশেষ করে তুরাগ নদী পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংক থেকে সহায়তা পাওয়া যাচ্ছে।

পলিথিন ব্যবহার বন্ধ করার বিকল্প নেই জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, দেশের স্বার্থে যখন কোনো আইন করা হয়, তখন সেটি সবার সহযোগিতায় সফল করতে হবে। নিজেদের ভালোর জন্যই প্লাস্টিক ব্যবহারে বিরত থাকতে হবে। পাশাপাশি তিনি জানান, দেশের বিভিন্ন সুপারশপে পলিথিনমুক্ত ব্যবস্থা চালু করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স