ঢাকা | বঙ্গাব্দ

সুব্রত বাইনসহ ৪ জনকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনেরসহ চারজনের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার শুনানি হবে।

বুধবার (২৮ মে) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই রিয়াদ আহমেদ রিমান্ড আবেদন করেন।

অপর তিন আসামির মধ্যে আছেন আবু রাসেল মাসুদ বা মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির বা শ্যুটার আরাফাত এবং এম এ এস শরীফ।

এর আগে মঙ্গলবার (২৭ মে) ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বা ফতেহ আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ বা আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়। একই দিনে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স