কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশ ইনের ঘটনার উত্তেজনা কমার আগেই এবার বাংলাদেশ আকাশসীমায় অবৈধভাবে পাঁচটি ড্রোন উড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৭ মে) রাতে পৌনে ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের আলগা বিওপি এলাকায় স্থানীয়রা তিনটি ড্রোন উড়তে দেখেন। এর আগে রাত সাড়ে ৮টায় ওই এলাকায় আরও দুটি ড্রোন উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান নিশ্চিত করেছেন, রাত ১০টা ৪৩ মিনিটে সীমান্তের ১০৫২ নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রায় এক কিলোমিটার ভেতরে সাহেবের আলগা ও ডিগ্রিরচর এলাকার আকাশে ভারতের তিনটি ড্রোন সারিবদ্ধভাবে প্রায় পাঁচ মিনিট উড়েছিল। পরে সেগুলো সীমান্তবর্তী ভারতের শিশুমারা বিওপি এলাকায় চলে যায়।
হাবিবুর রহমান জানান, প্রথমে এলাকাবাসী মোবাইলে তাকে খবর দেয়। পরে বিজিবি কর্তৃপক্ষকে জানানো হলেও তারা ফোন রিসিভ করেননি। সীমান্তে ড্রোন উড়লেও পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের এক সদস্য জানান, রাতের ওই ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছেন।
অন্যদিকে, একই দিনে সকাল ১০টা ৪৫ মিনিটে রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে ভারতের মানকারচর থানার কাকড়িপাড়া বিএসএফ সদস্যরা একটি ড্রোন উড়িয়েছিল।