রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে 'তারুণ্যের সমাবেশ'। বুধবার (২৮ মে) বিকেল সাড়ে তিনটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়।
বিএনপির তিন অঙ্গসংগঠন—বাংলাদেশ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নিচ্ছেন।
সমাবেশে অংশ নিতে সকাল থেকেই ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণী নয়াপল্টনে সমবেত হতে থাকেন। বিকেল ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।
তিনি দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে দলের রাষ্ট্র পরিচালনার দর্শন, রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। মে মাসজুড়ে তরুণদের রাজনৈতিকভাবে সচেতন ও সম্পৃক্ত করতে এই সমাবেশসহ নানা কর্মসূচি গ্রহণ করে বিএনপির অঙ্গসংগঠনগুলো।