ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া রাশিয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইউক্রেন যুদ্ধের মধ্যে বাল্টিক সাগরে ব্যাপক নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (২৭ মে) বিভিন্ন রুশ সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই মহড়ায় অন্তত ২০টি যুদ্ধজাহাজ ও প্রায় তিন হাজার সেনা অংশগ্রহণ করেছে। এছাড়া ছিল বোমারু বিমান, ফাইটার জেট এবং হেলিকপ্টারসহ মোট ২৫টি আকাশযান।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনসহ শত্রুপক্ষের হামলা প্রতিহত করার জন্য নিজেদের সামরিক ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এই মহড়া আয়োজন করা হয়েছে। পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

গত তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে থাকার মধ্যেই নিয়মিত এই ধরনের সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে রাশিয়া। এছাড়া সময়ের সাথে সাথে চীন ও ইরানের মতো দেশগুলোও এই মহড়ায় অংশগ্রহণ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স