১০ জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে, ৪ জুন একই মাঠে ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই দুই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে, যেখানে জামাল ভূঁইয়াকে অধিনায়ক করা হয়েছে। দলে আছেন ফাহামেদুল ইসলাম ও শমিত সোম। পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জাহিদ হাসান শান্ত।
আজ বুধবার (২৮ মে) বিকেলে দল ঘোষণা করেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা।
ভুটান ম্যাচের পরও সিঙ্গাপুরের বিরুদ্ধে চূড়ান্ত ২৩ সদস্যের দল গঠন করতে ৪-৫ দিনের সময় পাবেন কোচ কাবরেরা। আগামী ৩০ মে থেকে শুরু হবে দলের প্রস্তুতি ক্যাম্প।
ইতালিতে বসবাসরত ফুটবলার ফাহামেদুল ইসলাম ইতোমধ্যে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রথম দিন থেকেই তিনি দলের সঙ্গে থাকবেন। বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে হামজা চৌধুরীর ঢাকায় আগমন হতে পারে ২ বা ৩ জুন। ৪ জুন দেশে ফিরবেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফুটবলার শমিত সোম। তবে ভুটানের বিরুদ্ধে ম্যাচে হামজা ও শমিতের খেলাটা সম্ভাবনা কম।
বাংলাদেশ দল ঘোষণা:
গোলরক্ষক:
মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ।
ডিফেন্ডার:
শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ।
মিডফিল্ডার:
মোহাম্মদ হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম।
ফরোয়ার্ড:
ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।