কুষ্টিয়ায় ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ের কারণে পৃথক দুটি স্থানে দুইজনের মৃত্যু ঘটেছে। বুধবার (২৮ মে) জেলার দৌলতপুর উপজেলার গোবরগড়া এলাকা ও কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার গোবরগড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু (৩৫) এবং কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকার মৃত করিম প্রামানিকের ছেলে কামরুজ্জামান (৫০)।
চিকিৎসকরা জানান, তাদের মৃত্যু হয়েছে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে।
দৌলতপুরের গোবরগড়া এলাকার কালুর চাচাতো ভাই রিয়াজুল জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে কালুকে সাপে কামড় দেয়। এরপর রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান।
অন্যদিকে, কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকার কামরুজ্জামান বাড়ির পাশে কলাবাগানে কাজ করার সময় আজ সকাল ১১টার দিকে সাপের কামড়ে আহত হন। তাকে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ঈমাম বলেন, সাপের কামড়ে দু’জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তারা দু’জনই রাসেল ভাইপার সাপে আক্রান্ত ছিলেন।