ঢাকা | বঙ্গাব্দ

মানচিত্র পরিবর্তন করতে চাইলে ব্যাখ্যা দিতে সরকারকে মির্জা আব্বাসের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যদি দেশের মানচিত্র পরিবর্তনের কোনো পরিকল্পনা থাকে, তবে অন্তর্বর্তী সরকারকে তা জনগণের সামনে ব্যাখ্যা করতে হবে।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন এখন সময়ের দাবি, কারণ একটি নির্বাচিত সরকার থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়ত না।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার দেশের জনগণকে অবজ্ঞা করছে। “সরকারে যারা আছেন, তাদের ৯০ ভাগ এই দেশের নাগরিক নন,” — এমন মন্তব্যও করেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “এই সরকারের সময় শেষ। ৯ মাসে তারা একটি নির্বাচনও দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সময় শেষ, আপনারা নিজেদের দায়িত্ব বুঝে নিন।”

তিনি আরও বলেন, নয় মাসে কোনো উল্লেখযোগ্য সংস্কার না করায় সরকারের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।

এছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে ব্যবসার অনুমতি দেওয়ারও সমালোচনা করেন তিনি। বলেন, “দেশের মানুষ বোকা নয়, এসব মানুষ বুঝতে পারে।”

এই বক্তব্যের মাধ্যমে মির্জা আব্বাস বর্তমান সরকারের বৈধতা, দক্ষতা এবং জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স