রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরে পরকীয়ার জেরে এক দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাউস নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ মে) বিকেলে মিরপুর-১১ এর বি ব্লকের একটি ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাপ্পু ও তার স্ত্রী দোলন আক্তার দোলা।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরকীয়াজনিত কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত দোলনের সঙ্গে গাউসের প্রেমের সম্পর্ক ছিল বলে সন্দেহ করা হচ্ছে। গাউসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।
ঘটনাস্থল থেকে দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।