ঢাকা | বঙ্গাব্দ

কারও বিচার করতে হলে তা বিএনপি করবে: আমীর খসরু

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যদি কারও বিচার করার প্রয়োজন হয়, তা বিএনপিই করবে। কারণ, বিএনপি যে ত্যাগ ও কঠিন সময় অতিক্রম করেছে, তা অন্য কেউ করেনি।

বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, যারা এখন বিচার চায়, শেখ হাসিনার পতন না হলে তাদের অবস্থান কোথায় হতো? কেউ থাকত বিদেশে, কেউ চাকরিতে, কেউ ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকত। আর আমরা থাকতাম কারাগারে কিংবা ফাঁসির মঞ্চে। তাই বিচার আমাদেরই করতে হবে। আপনাদের ওপর কোনো ভরসা নেই।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে। খালেদা জিয়া সাত বছর আগে 'ভিশন-২০৩০' উপস্থাপন করেছিলেন। দুই বছর আগে তারেক রহমানও ২৭ দফার সংস্কার প্রস্তাব দিয়েছেন।

তিনি আরও বলেন, যদি গুরুত্বপূর্ণ কোনো সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য না হয়, তাহলে সেই সিদ্ধান্ত জনগণই নেবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের ভোটই চূড়ান্ত রায় দেবে। এরপর তিনি প্রশ্ন তোলেন, "আপনারা কারা, যে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন?"

শেখ হাসিনার পতন প্রসঙ্গে আমীর খসরু বলেন, খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। তারেক রহমান সেনাপতির মতো নেতৃত্ব দিয়ে স্বৈরাচার পতনের পথ তৈরি করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স