এই ঈদে সিএমভি’র ব্যানারে প্রচারিত হতে যাচ্ছে দুটি বিশেষ নাটক— ‘চুপকথা’ এবং ‘মন মঞ্জিল’। ঈদ উপলক্ষে নির্মিত এসব নাটকে থাকছে প্রেম, সমাজ এবং মানবিকতার এক ভিন্ন স্বাদ।
‘চুপকথা’ নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। গীতিকবি মহসীন মেহেদীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা উজ্জ্বল নিজেই। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হৃদয় সরকার। নাটকটি তুলে ধরেছে সমাজের উচ্চবিত্ত শ্রেণির ভিন্নধর্মী একটি প্রেমের গল্প।
নির্মাতা উজ্জ্বলের ভাষায়, “চুপকথা কেবল একটি প্রেমের গল্প নয়, এটি প্রেম এবং প্রকৃতির গল্প। সঙ্গে রয়েছে সমাজের নানা দিক। আমি সবসময় নির্মাণে সামাজিক দায়বদ্ধতা রাখার চেষ্টা করি। এবারের নাটকটি করতে গিয়েও ঠিক তেমনটাই হয়েছে। আমরা শুটিং করেছি শ্রীমঙ্গল, জাফলং, গাজীপুর ও ঢাকায়। বলতে গেলে, নাটক করতে গিয়ে একটা সিনেমার মতো বড় আয়োজন হয়ে গেছে।” নাটকটির শুটিং শেষ হয়েছে ২৭ মে।
অন্যদিকে, ‘মন মঞ্জিল’ নামের আরেকটি ঈদ নাটকেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন হাসিব হোসাইন রাখি। এতে সূর্য নামের এক অনাথ ছেলের গল্প তুলে ধরা হয়েছে, যে বন্দরের অপরাধজগতে বড় ভাইয়ের ছায়ায় বেড়ে ওঠে। একসময় হাসপাতালে গিয়ে তার দেখা হয় ‘তারা’ নামের এক মেয়ে, যিনি একজন সাংবাদিক ও নার্স। এরপর সূর্যের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়।
নাটকটিতে সূর্য চরিত্রে তৌসিফ এবং তারা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী ও ইমেল হক।
চাঁদরাত থেকে শুরু করে ঈদের পুরো সময়জুড়ে সিএমভি’র ইউটিউব চ্যানেলে এসব বিশেষ নাটক ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে। এবারের ঈদ আয়োজনে সিএমভি প্রায় এক ডজন নাটক মুক্তি দিচ্ছে, যা দর্শকদের জন্য বাড়তি আনন্দের খোরাক হয়ে উঠবে।