ঢাকা | বঙ্গাব্দ

৬ জেলায় বন্যার আভাস

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেশের ছয় জেলায় বন্যার সম্ভাবনার বিষয়ে সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট অঞ্চলের নদ-নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীগুলোর পানি সমতল বাড়তে পারে। বিশেষ করে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে ফেনী জেলার আশপাশের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরপরের একদিনে এসব নদীর পানি আবার কিছুটা কমে আসতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীগুলোর পানি সমতল আগামী তিন দিনের মধ্যে বেড়ে গিয়ে বিপৎসীমা ছাড়াতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানিও তিন দিনের মধ্যে বৃদ্ধি পেতে পারে। তিস্তা নদী সতর্কসীমা ছুঁয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে আগামী দুই দিন স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার দেখা দিতে পারে।

এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে কিছুটা কমলেও আগামী তিনদিনের মধ্যে আবার বাড়তে পারে। তবে পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স