বাংলাদেশ সচিবালয়ে এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থীদের প্রবেশ স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বুধবার (২৮ মে) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা বৃহস্পতিবার (২৯ মে) প্রকাশ্যে আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভা ও সার্বিক বিবেচনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার ও বৃহস্পতিবার দিনগুলোতে সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার যুগ্ম সচিব মো. জসিম উদ্দীন। এতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এর আগে ২৭ মে (মঙ্গলবার) দিনটিতেও সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ছিল। জানা যায়, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের কারণে সেদিন এমন নির্দেশনা জারি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, চলমান অস্থিরতার প্রেক্ষিতেই এই সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।