জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক এসএম আনোয়ারা বেগমের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (২৯ মে) শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সূত্রাপুর থানার উপ-পরিদর্শক একেএম মাহমুদুল কবির আদালতে জানিয়েছেন, আনোয়ারা বেগম এফআইআরে নামযুক্ত আসামি এবং প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা জরুরি, কারণ জামিন পেলে তিনি পালিয়ে যেতে পারেন।
আনোয়ারা বেগমের পক্ষের আইনজীবী ওবাইদুল ইসলাম বলেন, তার মক্কেল এই ঘটনায় জড়িত নন এবং হয়রানির শিকার হয়েছেন। তাই মানবিক কারণে তাকে জামিন দেওয়া উচিত।
ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের যুক্তি শুনে আসামিপক্ষের জামিন আবেদন বাতিল করে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ মে সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ১৯ জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্টার হোটেলের সামনে সুজন মোল্লার চোখে গুলি লাগে। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি সুজন মোল্লা বাদী হয়ে ১৯২ জনের বিরুদ্ধে মামলা করেন।