ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। উপত্যকায় অব্যাহত তেলআবিবের আগ্রাসন। বুধবার (২৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কেন্দ্রে হুড়োহুড়ি-কাড়াকাড়ি করে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এ সময়, তাদের ওপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহতের শিকার হন নিরস্ত্র মানুষ। এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া কার্যালয় জানিয়েছে, গত দু’দিনের হামলায় কমপক্ষে ৬২ জন আহত হয়েছে। সেইসাথে নিহত হয়েছে অন্তত ১০ জন। এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে এর তীব্র নিন্দাও জানিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে, এই ইস্যুতে বুধবার উদ্বেগ জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে। এর আগে, বুধবার গাজার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলায় ৬৩ জন প্রাণ হারিয়েছেন। দেড় বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৪ হাজার। আহত একলাখ ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি।         

নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স