ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ (ডিওজিই) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ও ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) সামাজিক মাধ্যম এক্সে তিনি এই তথ্য জানিয়ে বলেন, আজ থেকেই তার দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। মাস্কের বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে ১৩০ দিনের জন্য যুক্ত হন ইলন মাস্ক। সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে এক ট্রিলিয়ন ডলার খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে বিভাগটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, মাস্ক ১৭৫ বিলিয়ন ডলার ব্যয় কমাতে সক্ষম হয়েছেন।

এক্সে পোস্ট করা এক বার্তায় মাস্ক ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি বিশ্বাস করি, ব্যয় সংকোচনের এ সংস্থা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি সরকারের বিভিন্ন দফতরে ছড়িয়ে পড়বে।”

তিনি আরও জানান, সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ (ডিওজিই) ভবিষ্যতে আরও কার্যকর হয়ে উঠবে এবং এটি পুরো সরকারের কাজের পদ্ধতির অংশ হয়ে যাবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স