ইসরায়েল হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এতে ধ্বংস হয়ে গেছে ইয়েমেনিয়া এয়ারওয়েজের সর্বশেষ বেসামরিক বিমান।
বুধবার (২৮ মে) সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একের পর এক চারটি বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়ে বিমানবন্দরটির অবকাঠামো। আল-জাজিরা হুতি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাতে জানায়, হামলায় বিমানবন্দরের একমাত্র সচল বেসামরিক বিমানটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়।
বিমানবন্দরের পরিচালক খালেদ আল-শায়েফ বলেন, ইয়েমেনিয়া এয়ারওয়েজের সর্বশেষ বিমানটি ছিল সাধারণ মানুষের জন্য একমাত্র ভরসা, যা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এর আগে, হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তার জবাবে এই বিমান হামলা চালায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার সানা বিমানবন্দরে ইসরায়েলি হামলা হয়েছে, যাতে ইয়েমেনিয়া এয়ারওয়েজের আরও তিনটি বিমান ধ্বংস হয়। সানা আন্তর্জাতিক বিমানবন্দরটি ইয়েমেনের প্রধান বাণিজ্যিক ও আন্তর্জাতিক ফ্লাইট কেন্দ্র হিসেবে পরিচিত।