মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান পরমাণু আলোচনার সময় হামলা চালানো উচিত নয়।
বুধবার (২৮ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের পরমাণু আলোচনা সঠিক পথে এগোচ্ছে। আমরা একটি স্থায়ী সমাধানের কাছাকাছি পৌঁছেছি এবং তেহরানও এতে আগ্রহী। এ কারণেই আমি নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছি যে, এই মুহূর্তে ইরানে হামলা চালানো যথাযথ হবে না।”
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আলোচনা সফলভাবে এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দেন। এ বিষয়ে ইরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।