ঢাকা | বঙ্গাব্দ

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৮ মে) এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২৯ মে) এ তথ্য প্রকাশ করেছে।

মার্কো রুবিও বলেন, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে এবং যারা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করছেন—এ ধরনের শিক্ষার্থীরা মূলত এই পদক্ষেপের আওতায় পড়বেন।

তিনি আরও জানান, চীন ও হংকং থেকে আগত ভবিষ্যতের ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করা হবে। এজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেওয়ার মানদণ্ডেও পরিবর্তন আনবে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত সব দূতাবাসে পাঠানো এক চিঠিতে রুবিও উল্লেখ করেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৮০ হাজার চীনা শিক্ষার্থী পড়াশোনা করছিলেন। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থী ও মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স