ঢাকা | বঙ্গাব্দ

গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল: হোয়াইট হাউস

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে ইসরায়েলের সম্মতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৯ মে) হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও বিশেষ দূত উইটকফ একটি যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছেন, যাতে ইসরায়েল আগেই সমর্থন দিয়েছে। তিনি আরও জানান, আলোচনা এখনও চলমান রয়েছে এবং যুক্তরাষ্ট্র আশাবাদী যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে, যার মাধ্যমে জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এই প্রস্তাবের বিষয়ে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানায়, তারা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানোর আগে প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা করতে চায়।

উইটকফের প্রস্তাবে গাজায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া মার্কিন প্রশাসন বলছে, আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদে একটি টেকসই সমাধানের পথে এগোনোর বিষয়েও তারা আশাবাদী।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স