গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল সমর্থিত যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনি এই প্রতিরোধ আন্দোলনের এক জ্যেষ্ঠ নেতার উদ্ধৃতি দিয়ে শুক্রবার (৩০ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির দাবি, প্রস্তাবিত পরিকল্পনায় স্থায়ী যুদ্ধবিরতির কোনো নিশ্চয়তা নেই এবং এতে তাদের প্রধান দাবিগুলোর প্রতি অবহেলা দেখানো হয়েছে। যদিও হামাস আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।
এর আগে বৃহস্পতিবার (২৯ মে) হোয়াইট হাউস জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি সম্মতি জানিয়েছে ইসরায়েল। সেই চুক্তি অনুসারে গাজায় কমপক্ষে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির সুযোগ তৈরি হতে পারে বলে জানানো হয়।
প্রসঙ্গত, আগের একটি প্রস্তাবে হামাস সম্মতি জানালেও, সর্বশেষ পরিকল্পনায় সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।