ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

পাকিস্তানের দুই প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালীন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ১২ সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীদের গুলিতে চার সেনা সদস্যও নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় টহল দিচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হঠাৎ তাদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। পাল্টা গুলিবর্ষণে ছয় বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে চার সেনা সদস্যের মৃত্যু ঘটে। একই সময়ে চিত্রাল জেলায় সেনা অভিযানে আরও এক সন্ত্রাসী নিহত হয়েছে।

এর আগে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত ফিতনাহ আল-হিন্দুস্তান সংগঠনের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছিল।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। সম্প্রতি এসব এলাকায় পাকিস্তান সেনাবাহিনী অভিযান আরও বৃদ্ধি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স