ঢাকা | বঙ্গাব্দ

বাতিল হলো ফারুক আহমেদের বিসিবি সভাপতির পদ

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদ থেকে মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনোনয়ন প্রত্যাহারের কারণ হিসেবে ৮ পরিচালকের ফারুক আহমেদের প্রতি অনাস্থা এবং বিপিএল সংক্রান্ত এনএসসির তদন্ত প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।

এর আগে, বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে চিঠি দেন। ২৮ মে বুধবার এই চিঠিতে তারা ফারুক আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ফারুক আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তবে পরিচালকদের অনাস্থা জানানোর প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়।

জাতীয় ক্রীড়া পরিষদের এ সিদ্ধান্তের ফলে বিসিবির সভাপতির পদ শূন্য হয়ে গেছে। এখন নতুন কাউকে এই পদে নির্বাচিত করতে হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের প্রভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে প্রস্থান করার পর সরকারের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন এসেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন দেখা যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স